আমি তার অসহায়ত্বের চোখকে মিছে বলেছিলাম,
তবু সে ফিরে তাকিয়েছিলো।
তবু সে প্রেম নিয়ে এসেছিলো,
কিন্তু আমি তার চিত্ত কে অন্ধ বলেছিলাম।
আমি তার ঠোট কে কদাকার বলেছিলাম,
তাই সে দূর থেকে চুমু খেয়েছিলো।
সে আমাকে আলিঙ্গন করতে চেয়েছিলো,
তবে আমি তার দেহ কে বিষাক্ত বলেছিলাম।
এক দল প্রানী যখন নিয়ে যাচ্ছিলো,
আমি খুশি হয়েছিলাম।
এক দল প্রানী যখিন খাবড়ে খাচ্ছিলো,
আমি হাসতে ছিলাম।
কারণ আমি ছিলাম-
একদল প্রানীর চেয়েও বিষাক্ত।