হে প্রিয় শুভাকাঙ্ক্ষী,
আমি তোমার কথাই বলছি-
তুমি যে মিশে ছিলে,
অনাদারে থাকা বিদ্রূপ যুবককে নিয়ে,
রক্তস্রোতের মাঝে কর্কশ শব্দ শুনে সেথায় গিয়ে,
মিশে ছিলে।
আমি আধখোলা জানালার পাশ দিয়ে গোঙাচ্ছিলাম,
তুমি আমার চিত্তে বিরতিহীন চুমু খেয়ে,
আমার মস্তিষ্কের মনোঃশক্তির কোষে প্রেম মেখে,
বাষ্পের মতো নিঃশ্বাস নিয়ে,
আমার উষ্ণ রক্তপ্রবাহে ঢুকে গিয়েছিলে।
মৃত্যুর মতো অদ্ভুদ নিস্তব্ধতায় তুমি দিয়েছিলে প্রেমময়ী আনন্দ।
স্মৃতি হারানোর ক্ষণে যে দীর্ঘশ্বাস বেরিয়ে মিশেছিলো ভোরের বাতাসে,
সে বাতাসকে তুমি গ্রহণ করেছিলে।
যেথায় নিকৃষ্ট মন হয়েছিলো উলঙ্গ,
অবিকৃত চিত্তে দিয়েছিলে সঙ্গ।
তাতে নব্য জীবনের স্বাদে হয়েছিলাম উদ্দীপ্ত,
এ তোমারই প্রেম।
ভালোবাসা প্রিয়।