সেদিন নিশীথে পথে রক্তের স্রোত বয়ে যায়,
রোমহষর্ক চিৎকারে আমার নিদ্রাব্যাঘাত ঘটে,
অজানা আশঙ্কা নিয়ে পথে পা বাড়াই,
কানে বেজে ওঠে পিতা মুজিবের উক্তিগুলো।
তারপর আমি সম্মুখে বেরিয়ে আসি,
যাবার সময় মা কেদেছিলো!
তবুও বলেছিলো, "দেশ মুক্ত না হলে ফিরবি না",
আমি মায়ের কপালে একটুকরো চুমু খেয়ে বেরিয়ে পরি।
চারিদিকে বিষাদ মাখা সুর,
মা বোনদের তীব্র অসহনীয় শীৎকার,
বাবা আর ভাইদের নীরন্ধ্র অন্ধকারে ভয়ংকর যন্ত্রনা।
আর তারা পায় আনন্দ,
শরীরকে করে অবিকৃত।
আমরা দিয়েছি কত প্রাণ,
হয়নি পরাভূত।
বিশ্বাস ঘাতক আর স্বদেশের শত্রু-
বিষম আর্তনাদ কে করেনি ভ্রুক্ষেপ;
আক্রোশে আমি জলতে থাকি,
আমার শরীর থেকে বের হয়ে আসে তীব্র ধোঁয়া,
আমায় শমসের দ্বারা আঘাত হানে,
তাতে রক্তের ফোয়ারার সৃষ্টি হয়,
সঙ্গীনিরা তবু পাশে থেকে শহীদ হয়,
অতঃপর লক্ষ মানবের রক্তে ভিজে যায় মাটি।
আমি ততদিনে মাটিতে থেকে পচে যাই,
কুকুর আমার গায়ে জিব দেয়,
তবু শান্তি পাই-
দেশ মুক্তিতে,
রক্তের চিৎকারে স্বদেশের জয়ীতে।