নিঃস্ব প্রেম তমসায় দৌড়াতে থাকে,
নিপাতকে ছাড়িয়ে যাবার চেষ্টায়;
অতিক্রম করাই সে সফলতার উপায়।
তবে লক্ষ তাহার পরাভূত জীবনের!
মন অতলে প্রবাদ বাক্যের জন্ম দেয়,
অনুনয়ের সুর কে করে অবরুদ্ধ,
হতাশাকে নিয়েছে সমীপে,
এ প্রেম শুধুই তাহার চিরনিস্তব্ধের।
অন্যের ক্রুটি দেখেছে নিজের করে;
অশ্রু দিয়েছে অঝোর ধারায় হারিবার পরে।
অন্তঃকরণে রয়েছে আমোদের ঘাটতি,
নেই উপশম,
ক্ষুদ্ধ স্বরে স্বীয় দিকে ছুড়ে মারে-
অভিশপ্ত বাক্য!
চিত্ত হয়েছে পরিত্যক্ত,
প্রাক্তনের সংলাপ দিয়েছে যাতনা,
চারিদিক রটেছে রটনা,
জীবনে যা সহনীয় নয়;
তাই সে ক্রীড়া সফলতা চায়।
এ ক্রীড়ায় পূনর্জন্ম নেই,
এ ক্রীড়ার জয়ীতে জীবন হয় পরাজিত।
মৃত্যুর দাগকে করে অতিক্রম,
বেজে ওঠে সাইরেন!
নিভে যায় দেহক্রিয়া!
স্মৃতিতে থাকে অতিক্রম আর জয় পরাজয়ের আলিঙ্গন।