আমি আজ অন্ধকারে হেটে বেড়াই,
কেউ আমায় দেখে না,
কেউ জানেনা আমি কোথায়।
গভীর রাতে এই নগর শব্দ পায়-
তীব্র ক্রন্দন আর হাহাকারের;
তারা আমার গলার স্বর চিনতে পারে না।
আমি দ্রুত পায়ে হাটি,
হাতে বিষমিশ্রিত তলোয়ার নিয়ে;
কোথায় পাবো তাদের,
যাদের জন্য আমি অপেক্ষায়,
তীব্র ক্রোধ আর মরছি যন্ত্রনায়।
যারা আমার প্রেমকে দিয়েছে জীবন্ত কবর,
তাদের আমি নিজ হাতে করবো সৎকার।
তাই আমি আজ তাদের খোঁজে,
অন্ধকারে হেটে বেড়াই।