তুমি হঠাৎই এসেছিলে,
প্রেমের নির্যাস অবয়বে মেখে তুমি এসেছিলে আমার দ্বারে।
অপ্রত্যাশিত মাখন কোমল ওষ্ঠে খেয়েছিলাম আগ্রাসী চুমু,
কালো ইশকের জেরে তুমি আমার পুরুষ্ট গোঁফের নিচে মুখ বুজে দিয়েছিলে।
আমার অন্ধ চিত্তের বাসনা তুমি বুঝোনি,
আমার অমানুষী হাসিকে বুঝেছো পবিত্র।
কৃষ্ণধূসর পার্বত্যচূড়ায় ধূর্ত চিত্ত নিয়ে লেপ্টেছিলাম তোমার গাত্রপ্রগাঢ়ে;
স্যাঁৎসেঁতে মাটির মতো তোমার দেহকে বিষাক্ত চক্ষুতৃষ্ণা নিয়ে মেতেছি যৌনক্রিড়ায়।
তোমার শর্বরগৃহ থেকে বাহির হবার ব্যাকুল আরজি কে-
তোয়াক্কা না করে দিয়েছি মৃত্তিকাবৃত।
প্রকৃতি জানাচ্ছিল অসীম প্রতিবাদ,
মর্মাহতের আভাষ পেয়ে আমিও হঠাৎ চলে যাই।
হঠাৎই চলে যাই।