চোখে তোমার এ কেমন জাদু!
যতবার চাই ফিরে,
চাঁদের থেকেও সুন্দর তুমি!

আড়াল করে নজর ফেলে
তাকাও যখন তুমি,
হারাই কোনো মহাকাশে!

এ জীবন কাটুক তোমায় ভালোবেসে,
শুধুই তোমায় ভালোবেসে।