আমি দীর্ঘদিন যাবত লবণাক্ত জল পান করছি।
চোখে জমেছে কুয়াশা,
বরফ হয়ে গেছে হতাশা,
অনেকটা আকাশের মতো
সয়েছি যে ক্ষত-
তা এখন মরুভূমির ন্যায় বিস্তৃর্ণ, বিক্ষিপ্ত।
আমি অন্ধকার, চাঁদের খোঁজ করছি।
রাতের নিঃশ্বাসে ভেসে,
স্বপ্নের চিঠি আসে,
দৃশ্যমান সব ভয়ে
নিজেকে পুড়িয়ে-
পর্দার আড়ালে অভিনয় অপূর্ণ, অভিশপ্ত।
আমার রাতগুলো সত্য,
অথচ সুস্থতা মিথ্যে!
আর অসুস্থতা মূল্যহীন।