এক বৃষ্টিভেজা সন্ধ্যায়, নিটোল দুটি পায়,
চুপিসারে তুমি এসেছিলে আমার কবিতায়।
পলকহীন নয়নে, অজানা এক বিহনে,
যত আবেগ ছিল জমা, হৃদস্পন্দনের যত ওঠা-নামা,
সবটুকু দিয়ে আমি আবৃত্তি করেছিলাম তোমায়।
গোধূলির আবছা আলোয় তুমি অল্পই হেসেছিলে
আমি থমকে ছিলাম বহুক্ষণ, ভয়ে নয় জয়ে,
এঁকেছিলাম এক রূপকথার শহর, তোমায় আমায় মিলে
যে শহরে আজও গোলাপ জন্মায়, অথচ তোমার অভাবে যায় ক্ষয়ে!
সেদিন যদি কয়েক অনু বৃষ্টির জল জমিয়ে না রাখতাম...
তবে বোধয় আজ বুকের দহনেই পুড়ে পুড়ে ছাই হতাম!