নিজের চেহারা ঢাকা হাসি দেখে
একবার এক অপেক্ষার প্রহরে
প্রশ্ন জাগলো-
আমি তো ভালোই আছি।
ভালো না থাকা মানুষগুলোকে
ভালো রাখার দায়িত্ব কি আমার?
উত্তর পেলাম-
বেঁচে থাকার তাগিদে
অথবা
সুখে থাকার সুবাদে
কিংবা
অপবোধ অপসারণে,
আমার জীবনও থামে
তাদেরই কোনো স্টেশনে!
তারপর থেকে আমি যতোখানিক পারি
নিজেকে ভালো রেখেছি।
----------------------------------------------------------
[একবার সিগারেট কোম্পানির এক মার্কেটিং বয় জরিপের কাজে আমার থেকে তথ্য নিতে চাইল, আমি দিলেম। পরক্ষণেই আরেকজন লোক তার সাথে খুবই খারাপ আচরণ করলে লিখলেম এই লাইনগুলি। আর ভাবলাম-- হায়রে জীবন!]