স্বপ্ন দেখার সেই রাতে, কোনো মাধবীর খেয়ালে,
লিখেছি যেই সুর...
তা কি পৌছাবে তার ঠিকানায়?
সে কি তবে সত্যিই বহুদূর?
অদেখা, অজানা সে, কতটা প্রেমী?
না জানি সে কত না মধুর!
সেও কি রাত জেগে জোসনা দেখে?
সে কি বৃষ্টি ভেজা আদর মেখে,
সবার আড়ালে ডাগর চোখে,
মুচকি হাসির পলক ফেলে?
এই চোখে ঘুম কেড়েছে যে, অজানা সে, কতটা প্রেমী?
না জানি সে কত না মধুর!
প্রথম যেদিন দেখা হবে,
তার সাথে কথা হবে,
আমার হয়তো কিছু বলার সাহস হবে না!
হয়তো তার দিকে তাকানোর বেলা শেষ হবে না!
সেই স্বপ্নের রানী যে, অজানা সে, কতটা প্রেমী?
না জানি সে কত না মধুর!
প্রিয় যেখানেই থাকো তুমি, দূর-বহুদূর
নিয়তির নিয়মে তুমি-আমি মিলে একাকার এক সুর!