নীল আকাশের কাছে
অনেকগুলো মেঘ আবদার করেছিল,
ভেসে থাকার।
কিন্তু সূর্যের ক্ষমতায় আকাশ,
তা রাখতে পারেনি।
সূর্যের লাল আভায় রঙিন হয়েছে
আকাশের নীলচে ভাব।
মেঘগুলো আরও কালো হয়েছে।
এখন পানি ঝরায়।
হারায় কোনো এক নিষ্ঠুর জগতে,
যেখানে সবাই তাদের মতো।
তাদের আমি নিয়মিত দেখি,
কারণ আমিও সেই জগতেরই সদস্য।
আকাশও মেঘগুলোর কথা ভাবে,
যেমন করে লাভ নেই জেনেও
তুমি আমার কথা ভাবো।