সে দেখে জীয়ন্ত জালক পানে,
বলছে কথা চুপি স্বরে কানে কানে,
বাসনা তাহারও ছোট্ট মনে,
কিন্তু কেবা তাহার এ কথা শোনে!
জিন্দেগীর সাথে দহরম নেই তাহার,
দস্তুরমত নাহে চলাচল,
নাহে সাজা পথে ছাড়।
অন্যকিছুতে ভালোলাগা তাহার,
নতুন ভাবে বাঁচিবার চাহে অধিকার,
তাহার এ চাওয়াতে আসে-যায় কাহার?
নক্রা পঁচে জমে জমে তাহার হৃদে,
লাভ কী অযথা লুকিয়ে কেঁদে,
জীবাত্মা জিনে না আবেগী জিদে।
জাস্তি যেথায় সেথা আটক মোরা,
বাহিরে গেলেই অধিকাংশে পোড়া;
তাই চুপ করে থাকা বড় শ্রেয়,
বাস্তবতার চাওয়া মনে বসিয়ে যেও।