ঝিম বৃষ্টি পড়ছে দেখো, আর্দ্রতা বাতাসে
মুক্ত ডানা মিলছে পাখি, ঐ দূর আকাশে
তুমি আছো তোমার ঠিকানায়, সীমানায় প্রাচীর
আমি বন্দি ভালোবাসাতে, রাত হয় গভীর
ল্যাম্পপোস্টে জ্বলছে আলো, অবিরত সারাক্ষণ
তোমায় খুব পড়ছে মনে, হৃদয়ের দহন
ভেঙে-চুরে যাই আমি শতবার, তবু পিছু হটিনি
তুমি স্বপ্নের অপ্সরী যেন সুখের তটিনী!
কতবার ভাবি বদলে যাবো আমি, পারিনি বদলাতে
আজো আমার ভেঙেছে ঘুম, পরিচিত মাঝরাতে
সয়ে যাই আমি কত যে ব্যাথা, কখনোই খোঁজোনি
এই দুই চোখে কত যে মায়া, কখনোই বোঝোনি
ঝিম বৃষ্টি পড়ছে দেখো, আর্দ্রতা বাতাসে
মুক্ত ডানা মিলছে পাখি, ঐ দূর আকাশে
তুমি আছো তোমার ঠিকানায়, সীমানায় প্রাচীর
আমি বন্দি ভালোবাসাতে, রাত হয় গভীর
ততটাই গভীর,
যত গভীর ছিলে তুমি...
যত গভীর আজো আমি!