তারে ভালোবেসে কুড়িয়েছিলাম যত ফুল
ভুল হয়ে যায় ঝরে,
তার ছোট্ট কানের দুল
ঘুরে-ফিরে বারে বারে মনে পড়ে,
এসব কবিতায় তারে ভালোবাসার আগে,
একবার তারে থাকতে বলার পরে,
সে কথা রাখলো, থেকে গেলো,
মনের শহরের কল্পনার মোড়ে!
কিন্তু আমিই তাকে রাখতে পারলাম না,
কারণ আমি আমাকে প্রচন্ড ভালোবাসি!
---------------------------------------------