যত্ন করে তুলে রাখা জিনিস দূরে দিতে কষ্ট হয়
ঝড় আসে বুকে, চুরমার করে দেয় চোখ
ঝাপসা অন্ধকার গন্তব্যে পরিষ্কার গভীর ক্ষয়
তবু আশা বাধে নিত্য কত ঝোঁক-
হয়তো অবহেলিত নর্দমার কীট হয়েই বেঁচে রবো।
নিজের বলতে নিজের ব্যথা নিজেই নেবো।
সুন্দরের মাঝে ভালো-খারাপ সবই থাকে
অনেক খারাপ হয়েই সুন্দর হবো।
কেউ পূর্ণিমার খোঁজ পেয়ে অমাবস্যা খুঁজলে, সূর্য হবো!
বেঁচে থাকার তাগিদে মানুষ কতই না ভালোবাসে
অথচ অজান্তেই কতবার হেরে যাবার শেষ আসে।