(i)
কতবার বলি মন-
এই সমাজে জীবন মানেই আভিজাত্য...!
চিরসত্য মৃত্যুকে ভুলি,
নিত্য খেলায় মত্ত।
-----------------------------------------------------
(ii)
মাঝে মাঝে হই দিশাহীন
পাপ করেছিতো রাত-দিন।
তবু ভুলি নাই তোমাকে
ক্ষমা করো রব আমাকে।
[কোনো এক গণিত পরীক্ষায় পাস নম্বর না জোটায় হতাশ মনে প্রশ্নপত্রের ফাঁকে ফাঁকে লিখা কাব্য!!]