বৃষ্টির ঝির-ঝিরে শব্দে মন হয় মাতাল
এই ছোট্ট জীবন, কেটে যাওয়া বহুকাল
হয়তো থেমে নেই আমি, থেমে নেই তুমি
শুধু থেমে আছে নীরব সেই বিকাল!
ডাকপিয়ন সেজে বৃষ্টি আজও চিঠি দেয়
তোমার থেকে কথা নেয়, আমার থেকে কথা নেয়
শুধু সময় হয় না বলে, আমাদের দেখা হয় না।
পৃথিবীর পিঠে আর কোনো রূপকথার কাব্য লেখা হয় না!