একটা দোটানার জীবন কাটছে।
কাঁটা কম্পাসের মতো বেকার।
নীলক্ষেতের পুরানো বইয়ের মতো মূল্যহীন।
মৃত মানুষের মতো জীবন্ত কিংবা ঘুমন্ত।
সাগর সমান ব্যর্থ আর আকাশ সমান স্বপ্নীল।
চলন্ত ট্রেনের মতো চলছে।
সামনে থামবার স্টেশন আছে,
অথচ গন্তব্য নেই কোথাও!
মানুষ আছে, তুমি আছো,
তারপরেও কেউ নেই!