জানি, তোমার মনে জমে থাকা কথা।
চেনা কারণ, কেন তোমার বুকের মাঝে ব্যথা।
অনেকে হয়তো তোমায় বুঝতে পারে ভুল,
কিন্তু আমি তো তোমারই জন্মানো মুকুল;
আমার কাছে তুমি পরিষ্কার,
উদারতার আকাশ কিংবা সততার অবতার।
কতগুলো ফুল গড়েছো তুমি জানো?
তবে সাহস রাখো, ভয় করছো কেন!
অনেক আগে, কাঁধে করে দেখাতে চাঁদের আলো,
এখন প্রতি রাতে দেখি তোমার স্বপ্নগুলো।
তবে সত্যি বলতে চেষ্টা আছে, নেই ক্ষমতা;
যদি উপরে চায়, তবেই হবে ওগুলো বাস্তবতা।
হয়তো সামনেই সেইদিন।
যেদিন আমাদের ফিরবে আবারো সুদিন।
তোমার কপালে থাকবে না লুকিয়ে কাঁদন ছাপ,
অতীত ছুঁড়ে ফেলে, থাকবে না কোনো চাপ।
এ জীবন নয়তো সরলরেখা---
হয়তো তোমার রয়েছে বাকী অনেক সুখের দেখা।
শুধু আমার তোমার দু'জনার হাত
যদি থাকে একসাথে;
যেখানেই থাকি, মনের আলাপ
যদি হয় দিবা-রাতে;
সূরুজের আলো ফুটিতে তবে
দেরি নেই প্রভাতে।
আরো দু'জন আছে,
লিখবো পরে পাছে।
ওরা যেন না যায়
মন খারাপের দেশে!
তোমার কাছে আমার অনেক আবদার।
তবে একটি বিশেষ, তাই বলছি আবার---
যখনই তুমি দু'টি হাত তোলো,
আমার কথা একটু হলেও বোলো।
কারণ:
সূর্যের কাছে আলো যেমন সত্য,
আমায় নিয়ে তোমার চাওয়া
তার থেকে বেশি অপ্রতিরোধ্য!
-----------------------------------------------
বাবাকে জন্মদিনের উপহার হিসেবে লেখা এই কবিতাখানি।