হাঁট হারিয়েছে নিজ সৌন্দর্য
চাঁদের হাঁটও ভুলেছে দিক
পাঁচ পাথালির পথে
তারার মাঝে বেড়েছে
তারা খসার দৃশ্য
উজ্জ্বল তারা গুলিও অদৃশ্য।
প্যাঁচার নিশুতি ডাকে
ভয় পেয়েছে
সকল পাখির দল।
তাই সূর্যের আলোতে
কন্ঠ উচুকরে কথা বলতে
পারছে না।
ভয় আর উত্কণ্ঠায়
উষ্ণ দিনেও শঙ্খচিল
দিয়েছে শীত-ঘুম।