।।তোমার আমার আবদার।।
তুমি জানো না তোমাকে কতো খানি খুঁজি
সেই পরপারের এপাশে ও পাশে?
সুখে দুঃখে নিঃশ্বাসে বিশ্বাসে সর্বত্রই তুমিই
তবুও তোমাকে বুঝাতে ব্যর্থ হয়েছি,
আমার অভিব্যক্তি দিয়ে---
যে, তোমাকে আমি ভালোবাসি মনে প্রাণে।
তবুও তুমি বলো--আমি নাকি তোমার অভিমান
কখনোই বুঝতে পারিনা!
আসলে কি বলতো তুমি আমার প্রাণ।
সবারি দেহে তো প্রাণ আছে তবু ও
সেই প্রাণের কথা কেউই মনে রাখে না
বলে সেই প্রাণও রোগগ্রস্ত হয়।
তোমাকে বলবো-- অকারণে মনে ব্যথা নিয়োনা।
এই ব্যথা আমাকে বিদ্ধ করবে
তা তুমি পারবে না সইতে ---
তোমাকে বুঝতে দিইনি যে,আমি পারি তা বইতে।
অপেক্ষায় আছি কখন একগাল হাসি দিয়ে বলবে 'দুষ্টু তুমিই আমার কাছে সব কিছু।'