শুকনো মাটির ঘাসও ফুটায় ফুল; শুকনো ডগায়,
তারি পাপড়ি পাখা মেলে বাতাসে উড়ে যায়।
কোথাও অনুকূল কোথাও বা প্রতিকূল পরিবেশে
নিজেকে মানিয়ে নিয়ে ---
শুকনো মাটিতে পড়েও উঁকি মারে আকাশে
ভাঙবে তাদের সুপ্ত ঘুম বৃষ্টি ভেজা বাতাসে।
বারে বারে ফিরিয়ে দিয়োনা ওগো রাগ-রাগিনী,
অভিমান ভুলে গিয়ে আকাশ ও তো ফিরিয়ে নেয়
ধরণীতে ঝরা ---মেঘের সেই ঝরা পানি।