সুন্দরে সর্বদা সুগন্ধি থাকে
মন্দ ও অমন্দ শুধুই দৃষ্টির তারতম্য।
কখনো অবদমিত বা কখনো কম্পিত
পথ চলে নিজ মহিমাতে ।
দৃষ্টি দিয়ে তা দেখা যায়
কিন্তু তা সৃষ্টি করা যায় না, সাধনা ছাড়া।
সৃষ্টি করার জন্য সুন্দর স্রষ্টার দরকার।
যেমন ফুল সবার পছন্দের,আর যিনি
ফুল সৃষ্টি করেছেন সে আরও সুন্দর,
না হলে তার সৃষ্টি এতো সুন্দর হতো না।
বাহ্যিক রূপ হৃদয়ের রূপে স্নাত হোক ।
হৃদয় কুঠি থেকে ফুটুক ফুল
সকল মানবের চিত্তে।
ফুল যেমন সকল কাজে লাগে —
জন্ম-মৃত্যু, বিবাহ কিংবা দেবালয়ে।
তার সুভাষ যদি আত্মায় সুবাসিত হয়,
তবে তুমি সার্থক।
সকল জাতি,কূল, তোমাকে নিয়ে
গর্ব করবে,
তখন তুমি প্রকৃত মানুষ।
ফুলের মতো সুন্দর হয়ে যাও,
তবে সুন্দর সমাজ গঠন হবে।