সাফল্যের মূলমন্ত্র
ঝোপঝাড়ের মধ্যেও জল
বাষ্পীভূত হয়।
জলের মধ্যে থেকেও
শামুক মুক্তার আধার হয়।
আর কিছু বিশেষ সত্ত্বা কে দেখি
ধর্মান্ধ তার দোষ দেয়,জাতীর দোষ দেয়;
আসলে নিজেদের খামতি তেই মলম
লাগায়।
সুগন্ধি ফুল কি কখনও গলাবাজায়!
ব্যাঙ যখন জলে গলাবাজায়—
তখন মাছেরা নীরব ভাবে
স্রোতের সাথে সাঁতরে যায়।
ব্যাঙের মত গলা না বাজিয়ে,
সাঁতারের নিপুণ কৌশল শিখে,
সাফল্যের পথে এগিয়ে যাওয়া ই
প্রকৃত জীবনের মূলমন্ত্র।