রথযাত্রা
বন্ধু তুমি কি চাও
তোমার কাঙ্খিত মনে?
আগের মতো হয় না কথা
গেলে কেন নির্জনে?
তোমার আসা-যাওয়া
ছিলো আগেতো বেশ
ফিরে এসো তুমি না হয়ে নিরুদ্দেশ।
তোমার জন্য সাজিয়েছি কমলের পথ
সেই পথে চলেছে গুনীজনে,
পেয়েছে প্রিয় তাঁদের রথ।
সেই রথ করেছে যাত্রা তারই ঐ পথে
যদি তুমি বাড়াও হাত
নিশ্চিত পাবে তুমি; পরম বন্ধুর সাক্ষাৎ।