অকালে চলে গেলে দাদা,
তোমার মুখটা মনে পড়ে সর্বদা।
আজও মনে পড়ে বহু স্মৃতি,
বুঝতে পারিনি যাবে এতো তাড়াতাড়ি।
ফুলের মতো ছিলে সুন্দর,
তুমিতো ছিলে সকলের বন্দর।
মাঝির মতো ধরেছিলে গো দাঁড়,
সকলের জন্য ছিলে সবুজে ভরা পাড়।
তোমার বুকে ছিলনা কভু ডরভয়,
সাহস যোগাতে দিতে অভয়।
আকাশের মেঘের মতো সরেগেলে, পাড়ি দিলে যে অকালে।
সকলের খোঁজ নিতে হরদম,
খুশিতে ভরিতো এই ধরাধাম।
তোমাকে কেউ ভুলেনি - - -
ছিলে সকলের মাথার ছাউনী।
অপেক্ষা করে এই পথঘাট,
কাজে গিয়ে হয়তো হয়েছে রাত।
তুমি বাড়ি ফিরিবে রিঙ্কুর সাথে,
ভয় ছিলো না তার অন্ধকার পথে।
সবাই আছে তুমি ছাড়া;
তবু সবাই আজিকে ছন্নছাড়া।
কেন চলে গেলে ? শুধুই প্রশ্নে
সবকিছু আছে তবু হন্যে ।
সকলের প্রার্থনা আল্লার তরে,
স্বর্গ দিয়ো; জানাজা রমজানের।
কবুল করো মোদের প্রার্থনা;
শান্তি দিয়ো,গুনাহ্ করিও মার্জনা।