ঘরের জানালা খোলা,
বাইরে উড়তে থাকা ফড়িং
দেখলো;
ঘরে আর একটি ফড়িং,
নিশ্চুপ হয়ে বসে আছে।
দেখে সেও প্রবেশ করলো,
কিন্তু কোন সাড়া পেলো না।
কারণ ,
এটি ছিল কৃত্রিম ফড়িং।
আবার ঘরের এক কোনে বসে থাকা,
জ্যান্ত টিকটিকির তীক্ষ্ম দৃষ্টি।
তাই বিলম্ব না করে,
ঘর থেকে  বেরিয়ে আসার,
চেষ্টা করলো।
বাইরে নানান ফুলের টব।
জানালার কাঁচের স্লাইডিঙের বাঁধায়,
বাইরে থাকা ফুলের ঘ্রাণ
নিতে পারছে না।
তাই জীবন থেকেও ;
জীবন যেন বিষাদে ভরা।