।। নবান্নের উৎসব।।
নবান্নের মহা উৎসব
দেখবে গ্রাম বাংলার ঘরে
চলে আসছে সে বহুকাল ধরে।
ফসল ফলানো নয় এতো সোজা
কঠিন শুষ্ক চাষের জমিতে...
তবু ও কৃষক ফলিয়েছে ফসল
পেয়েছে কতো প্রাকৃতিক ধকল।
উজ্জ্বল হয়েছে গ্রাম বাংলার মুখ
তারি বুকে নবান্নের ঢাক বাজুক,
তাতে উঁচু হবে কৃষকের বুক।
খাবে অন্ন সকল ভূমি সন্তান
সব কিছুর চেয়ে ও দামি
কৃষকের ঐ মহাপ্রাণ।