।না ফেরার দেশে।
জীবনের শেষ যাত্রায় - - -
অনেকেই উপস্থিত হবে;
অনেকেই সেই দিনের দর্শক হবে,
আবার কেউ বা ফুল হাতে।
পথের ধুলো বালি উড়বে,
গাছের পাতা ঝরে পড়বে,
যথাসময়ে সূর্য উঠবে; ডুববে,
চলমান পৃথিবী চলতে থাকবে।
বিদায় দিয়ে
আত্মীয় স্বজন যে যার মতো
বাড়ি ফিরবে,
যাত্রা শেষ!
কিন্তু যার যাত্রা সে ফিরবে না।
না ফেরার দেশে পাড়ি দিলে
কেউ ফিরবে না কোন কালে,
বন্ধু বন্ধুকে হারায় - - -
কিছুই হারায় না যে, নির্দয় ।
পাষাণ হৃদয় বিষাক্ত বেশি,
শান্তি পাবে না তার প্রতিবেশী।
ক্ষমতা ভরে আটকাতে চাই পথ-বায়ু,
পারবেনা থামাতে অল্প তারি পরমায়ু।
তবুও দম্ভে ভরপুর জীবন যৌবন,
নিঃশ্বাস ফুরাবে; ফুরাবে তার ধন।
কিছুই থাকবে না
যাদের তুমি করেছো আপন।
মৃত্যু যাত্রাকে যদি করোহে স্মরণ,
ভুল পথে কভু হবে না পদার্পণ।
শক্তি সামর্থ আসবেনা কোন কাজে,
মুহূর্তকাল বসিয়ো গুণিজনের কাছে।