মায়াবী
সবুজ দৃশ্যের এই মায়াবী পথের মায়াবী টানে...
উতলা হয় মন ;এই কাঁচা ঘাস পাতার গন্ধে।
বিভোর হয়েছি আজি, মেতেছে ঐ তৃন রাজি,
জাগিয়েছে ভালোলাগা মনের গহনে।
এই পথেই শুনেছি ঝিঁঝিঁ পোকার ডাক
সেও ধরেছে তান--এই মধু গন্ধের ছন্দে।