মালদার আম।।
আ দিয়ে আম
আ দিয়ে হয় আমসত্ত্ব।
এই আমের স্বাদে হে,
সেরা ফজলি; পাবে
এই আম আমাদের মালদহে।
সব আমকে হারিয়ে
সুনাম গেছে ছড়িয়ে।
হয়েছে ইতিহাসে সেরা,
তারিই--রুপ, স্বাদ্, গন্ধের
এই ফজলি সবারি পছন্দের।
এই মালদার মাটি
হলো যে খাঁটি।
আমের সেরা ফজলি
তারি রুপে সাজলো-এই গ্রাম-পল্লী।