আমি অনেক বাচ্চাকে
কাঁদতে দেখেছি মা- মা বলে।
মা বাচ্চাকে শিখায়
কার সাথে কী সম্পর্ক।
সে যে তার মা
তা শিখানোর দরকার হয় না।
কারণ এ সম্পর্ক যে,
রক্ত ও নাড়ির সাথে।
এই সত্য–
সমস্ত সত্যকে ছাড়িয়ে যায়।
চেম্বারে দেখলাম এক বৃদ্ধা
ছোট্ট ফুটফুটে শিশুকে নিয়ে এলো,
জিজ্ঞেস করলাম বাচ্চার মা আসেনি?
উত্তর দিলেন – “কিছুদিন আগে এর মা মারা গেছে।”
চিকিৎসা করার সময় বাচ্চাটি
কাঁদতে লাগলো–মা- মা বলে !
উপলব্ধি করলাম মা কি জিনিস
তখন অশ্রু সিক্ত নয়নের বাঁধ কে
শক্ত করে অশ্রু জল রক্ষা করলাম।
মায়ের ভালবাসা ও সন্তানের
বেড়ে ওঠা সকলের ভাগ্যে অক্ষুন্ন থাকুক।