দানবাক্স নিঃশ্চুপ থাকে,
সে চায় না।
তাতে টাকা ভর্তি হয়।
ক্ষুধার্ত মানুষ টাকা চায়,
সে খেতে পায় না।
হাঁটলে ক্লান্ত হয়ে যায়।
ধনবান বেশি খেয়ে হাঁটে
ক্লান্ত হবার জন্য।

দানবাক্সের টাকার দরকার
নেই।
স্বাস্থ্য ঠিক রাখতে হলে
উদর ভর্তি  খেতে নেই।