কলম দিয়ে লিখি নানান কথা
ভালো কিংবা মন্দ।
কলমের কালি ফুরালে
কলম বদলে নি।
কলমকে প্রয়োজনে ব্যবহার করি
তবুও কলম প্রতিবাদ করে না।
ভালো বা মন্দ লিখলেও
সে নি:শ্চুপ থাকে।
আর কিছু স্বার্থ
কলম বদলানোর মত
বদলাতে থাকে।
যেমন বদলায়
উত্তপ্ত মরুর মরীচিকা।
জীবন আর কলম দুটিই
দিন’বা দিন ফুরাতে থাকে।
বড়’ই অদ্ভুত
দ্বয়ের নিয়ন্ত্রণ অন্যের হাতে!