হিংসাবহ্নি

তোমার তাকানো;তোমার চোখের না,
অন্তরের চোখ বহিঃ চোখকে দেখতে বলে,
তুমি তাকাও তারি রেখা বলে!

তোমার ভিতরে যদি থাকে এতো বিষ,
তাতে তুমি ও পুড়ে ছাই হবে তা নিশ্চিত।
অন্যের ক্ষতি'তো হবেই হবে;সকলেই  সঙ্কটে,
ভুলে যেওনা তুমি ও আছো;তারিই অতি নিকটে।