আমার পঞ্চ ইন্দ্রিয়
তোমার সাথে খেলা করে।
কখনো জলে ভেসে
বা কখনো মহাশূন্যে উড়ে।
পেয়েছি তোমার আলিঙ্গন,
অনুভব করেছি কোমল স্পন্দন।

ঘুড়ি উড়িয়েছি রোদ দুপুরে কতো।
তুমি হেসে হেসে
উড়িয়ে নিয়ে যেতে ঘুড়ি,
নিংড়ে সমস্ত হাতের  সুতো।

আমি বেঁচে আছি তোমার বিচরণে
হারিয়ে গেলে উড়বে না ঘুড়ি
এই উন্মুক্ত গগণে।