লোকারণ্যের ভিড়ে হারায়
যদি কখনো তোমাকে খুঁজে পায়।
কখনো খুঁজি স্বপ্নেতে;
বা কখনো স্মৃতির পাতাতে ।
তোমার দেওয়া হস্ত লেখাটি
বুকপকেটে দিয়েছি তারে পরিপাটি।
দেখলে কতোইবা হতোবাগ হবে
পত্রটির সাথে কথা বলি নিরবে।
জীবনের কিছু সুন্দর স্মৃতি
সঙ্গ দেয়না , সবিই নিয়তি।
সবকিছু’ই ভুলে যেতে হয়—
তবুও আমি ফিরিবো নিশ্চিয়।
কোন লোকারন্যের ভিড়ে,
হয়তোবা কোন ক্ষুদ্র তীরে।
তোমার এগিয়ে আসা কমল পদব্রজে
ঝঙ্কার বাজিবে আমার হৃদয় রাজ্যে।
এই আগমনে কেঁপে উঠবে মনন
অস্তিত্বহীন হয়ে দেখবো সারাক্ষণ।
আমি বিভোর,আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত,
তবুও আমি নয় সর্বস্বান্ত।
তবুও তোমায় মনে রেখেছি,
হে আমার শৈশব;
তোমায় আমি ভালোবাসি!!