জীবন ছন্দ যেন,

প্রতিনিয়তই নতুন হচ্ছে।

চব্বিশটি বছর

যেন, চব্বিশটি সুরের,

উঁচুনিচু ছন্দে দিশেহারা।

জানিনা এই দুই ছন্দ;

নতুন আর এক ছন্দের কাছে,

হঠাৎ হার না মেনে নেয়।

তাই এই রূঢ়  যামিনী

আমাকে বিনিদ্রিত করেছে।

হঠাৎ দিবাকর

ভাঙ্গা জানালা দিয়ে

উঁকি দিয়ে বলে;

আমি এসেছি

তোমার রুদ্ধ দ্বারে,

এখন আর ঘুমিও না।