দুটি মন একসাথে হাঁসে
কিন্তু বিচ্ছেদের কান্না এক সাথে কাঁদেনা।
বিরহের তীরটা তাকেই বেশি বিদ্ধ করে,
যার মায়া যতো বেশি গভীর হয়।
বিচ্ছিন্ন হওয়ার আগে যদি,একটি বারও
থেমে গিয়ে বিচ্ছেদের পরবর্তী
বাস্তবটা একবার ঘুরে আসতো ।
তাহলে--
ভালোবাসা কে কি হারাতো!
হারানোর পরের অধ্যায়টা,
স্বচক্ষে দেখার সময় যা
উপলব্ধি হয় তাতে যে জ্ঞান বা প্রজ্ঞা আসে
সেই জ্ঞান বা প্রজ্ঞা যদি আগে আসতো তাহলে,
এই মনকে বিচ্ছেদের ক্ষতির মূল্য,
আর চুকাতে হতো না।
কিন্তু এই মন যে দূর্বার
ভেঙেছে সকল রিতির নিষেধাজ্ঞার।
তাই এই জীবনে আর ফিরে আসবে না ।
কিন্তু সে স্বপনে এসে ভালোবাসবে...
করূন দৃষ্টিতে চেয়ে,
ক্ষীণ স্বরে বলবে--
"আমাকে কেন দূরে সরালে'।"
"চলো আমরা এখন ঘুমোই।"