চারিদিকে দুর্ভিক্ষের হাহাকার।
সকলের চোখে,মুখে
তৃষ্ণা আর ক্ষুধার ছাপ স্পষ্ট ।
একটু আধ-টু খাবার ও জলের
জন্য আর্তনাদ।

সকলের ক্ষুধা নিবারণ
দেখে মনে হচ্ছে,
সবাই যেন একটাই জাতি,
শুধুই মানুষ।
জাতপাত যেন কল্পনাতীত।

এক’ই ঘাটে জল পানে;
ঘোলা জলও যেন,
সুপেয় হয়ে যায়,
কিন্তু শুষ্ক খালবিলে জল নেই।

উত্তপ্ত মাঠে দেখা গেল
জলের ঢেউ,
আপ্লুত হয়ে এগিয়ে গেলাম
কিন্তু নিরাশ হলাম!

কারণ, মরীচিকা আর ভ্রম
মিথ্যার এপিঠ,ও-পিঠ।
পরিশ্রান্ত হয়ে- - -
সেখানেই ঘুমিয়ে পড়লাম।

ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম,
খাদ্য বলছে —
‘আমার অপচয় বন্ধ হোক।’
আর জল বললো —
‘আমাকে আর দূষিত করোনা,
কারণ আমি হলাম জীবন।’