কিছু লিখবো বলে
হাতে কলম নিলাম।
লিখার মতো,মাত্র
এক টুকরো কাগজ।
চারিদিকে ঘোর অন্ধকার।
ঘন কালো মেঘে;
বিদ্যুতের ঝলকানি!
আচমকা প্রবল ধূলোমাখা বাতাস,
লেখার কাগজটি;
উড়িয়ে নিয়ে গেল।
হন্যে হয়ে খোঁজার
চেষ্টা করলাম।
কিন্তু ঘোর অন্ধকার ও
উড়ে আসা ধূলোবালিতে;
কোন ক্রমেই চোখ
খুলতে পারলাম না ।
কলমটা কোথাও রাখলাম
মনে করতে পারছি না- - -!
পরিতাপ, কাগজ, কলম ও আমি,
তিন জনেই যেন,রাস্তার
চৌমাথায় হারিয়ে গেলাম।