মায়া এমন একটি বন্ধন
যা আত্মাকেও বাঁধতে সক্ষম।
আর মৃত্যু এমন একটি সত্য,
যা আত্মা ও দেহোকে বিচ্ছিন্ন করে।
যার মায়া যতো বেশি হয়,
  বিচ্ছেদের দহনে তাকেই বেশি পুড়তে হয়।
পুড়ে পুড়ে জীবন শেষ হয় ঠিক,
তবে,মনের স্মৃতি গুলো...
কখনো কখনো দেহ ও মনকে পুড়ায়।
কেউ ক্ষুধার জ্বালায় মরে,
কেউবা খাদ্য খেয়ে মরে।
পার্থক্য শুধু মানসিকতার।

উপলব্ধিরও  এক একটা মাধ্যম আছে
আর তা হলো মানবাত্মা,
যা সবসময় সংবেদনশীল ।
আবেগে অনেক কিছু করে,
আবার অনুশোচনা হলে কাঁদে।
এই কাঁদা আর না কাঁদার উপলব্ধি
মানুষকে কখনো কখনো  সেনসেক্স-এর মতো ,
উঠায় আবার নামায়।

এই দোদুল্যতার মাঝে আমি নিপতিত ।
তুমি আমার হস্তদ্বয়  ধরো,টানো এবং তুলো
যেন তোমার সান্নিধ্যে পৌঁছাতে পারি।