তোমাকে দেওয়ার মতো
আমার কাছে কিছু নেই।
যা দেখছো...
সে টুকু অন্যের।
অনেক কিছু দেওয়ার কথা ভাবি
কিন্তু দিতে পারিনা।
কেন জানো,
যার আমানত আমি
রেখেছি,তার কাছে আমি ঋনী।
ইচ্ছে করে,নিকটে যায়;
কিছু কথা বলি কিন্তু
খুব কমই অবকাশ;
আমাকে দেওয়া হয়েছে।
চোখে চোখ রেখে কিছু কথা বলি;
তবুও বলা যায় না;কারণ,
এই অশ্রুসিক্ত নয়ন যুগল নুয়ে পড়ে।
তুমি হয়তো বলবে আমি
খুব কৃপণ, বলো;কোন
সমস্যা নেই।
সমস্যাতো তখনি হবে,
যখন ভুল বুঝে
দূরে সরিয়ে দিবে।
আমি একেবারেই দিশেহারা বলে,
এই মনকে অন্যের জন্য কৃপণ করেছি।
যেন সবটুকু উজাড় করে,
দিতে পারি।
তখনি আমাকে বলা হবে তুমি কি চাও!
এই চাওয়াই আসলে 'তুমি'।