বিধুর আলো পড়েছে মোর দ্বারে
তোমার আগমন গভীর আঁধারে।
এসেছিলে অভ্র ভেদিয়া অনেক কাছে,
পথ ভুলিয়াছে কোন পিশাচে।
খুঁজে খুঁজে দেখা পেলাম অমনি,
তুমি ছাড়া সৃষ্টির সকলেই অভিমানী।
আমি জানি তুমি রাগ করবেনা,
হাজারো কষ্টে দূরে সরাবে না।
কোন কিছুই নয় তোমার মতো,
হস্তদ্বয় পেতেছি ভিখারীর মতো।
দুর হবে আখেরি যতো হতাশা,
শয়নে,চয়নে,স্বপনে, সর্ববিধ প্রত্যাশা।
জয় ধ্বনী মুখরিত হোক মোর কন্ঠতে
সকলে তা শুনুক অলিতে গলিতে।
ভাঙ্গা হৃদয়ে,হৃদয়ে, তোমায় দেখেছি,
আমিও সেথায় আসন পেতেছি।