আইনের দৃষ্টি আজ বিভ্রান্ত অসমান,
বিবেকের বিভ্রমে ক্লান্ত ধীমান,
রাজসভা অসমতল, ন্যায়-নীতি কম্পমান,
তবুও রাজনীতি দিকে দিকে চলে সমান্তরাল,
নিয়তির কোল জুড়ে কৃষ্ণ আঁধারের অধি-অন্তরাল;
নরকের খণ্ডিত অগ্নিশিখার কোলে দোদুল্যমান ইমান,
সাম্যের বসতিতে এসেছে এক দুরন্ত বিকাল,
দিগন্ত রেখায় অশনি আঁকে দুর্ভাগ্যের সকাল,
হিমালয় শিখরে গর্জনে মেঘ দুর্দান্ত ভয়াল,
অচেতন আজ সভ্যতার ক্ষয়িষ্ণু দেয়াল,
নিদ্রায় বিভোর মানবের অস্থির খেয়াল,
দুর্দান্ত শক্তিতে সচল শুধু ধুর্ত শিয়াল।।
The Vision of Law
The vision of law today is confused and unequal,
The sagacious tired in the delusion of conscience,
The chambers are uneven, Ethics & Morality are trembling,
Yet politics moves all around in parallel,
The black-and-white overlap across the lap of destiny;
Faith swaying in the broken flames of hell,
A great afternoon has come to the settlement of equality,
The morning of misfortune draws lightning on the horizon,
The roaring clouds on the summit of the Himalayas are terrifying,
Unconscious today the walls of decaying civilization,
Human beings are bewildered in restless sleep,
Only cunning fox moving with great power.