শ্রীলংকার অর্থনীতি আজ বেসামাল,
জ্বালানি স্বল্পতায় লেগে গেছে গোলমাল,
মুদ্রাস্ফীতিতে দেশটি হয়ে গেছে ম্রিয়মাণ,
ঔষধ হীনতায় মানুষ আজ অজ্ঞান;
খাদ্য সংকটে জাতি নিমজ্জিত বিবর্নতায়,
বিপর্য্যস্ত জন-জীবন মৃতপ্রায়,
বিক্ষোভে উত্তাল দেশ, পরিস্থিতি টলায়মান,
ধর্মঘটে দেশ আজ কম্পমান,
বৈদেশিক ঋণের ভারে, গ্রন্থিত অপমান,
ক্ষমতায় রাজাপাকশা পরিবার, ভুলুন্টিত সম্মান,
তবুও ক্ষমতা ত্যাগের অনিচ্ছা বিকাশমান;
দেশটি আজ নিঃস্ব, নিঃসঙ্গ, কপর্দকহীন, হতজ্ঞান।।
Srilanka in turmoil
Sri Lanka's economy is in shambles today.
Due to Fuel shortage disturbance in the play;
The country is confronting exquisite inflation,
Due to lack of medicine, people are in affliction;
The nation is drowning in food crisis.
Public life disrupted, country is in a state of paralysis;
The nation is in turmoil, the situation is volatile,
Shaking due to strike action in gentile;
The burden of foreign debt, painted disrespect in the forehead,
Rajapaksa family in power net, honour overwhelmed;
Yet! reluctance to relinquish power is augmented,
The country today is destitute, lonely, penniless, stunned.