স্মরণিকায় কৃতজ্ঞ আমার অন্তর,
স্মৃতির প্রান্ত থেকে উঠে আসা শতদল,
মুকুলিত হয়ে পুষ্পিত করে অঞ্চল,
হৃদয় অলিন্দে জাগায় প্রকম্পন,
অনুভবে, আনন্দ করে স্পন্দন,
পুলকিত চেতনায় বহে কল্লোল ,
সাগরের নোনাজল করে কলকল,
অন্তর হয় চঞ্চল, উল্লসিত হয় অভ্যন্তর,
মুহুর্ত, আনন্দে হয় উচ্ছল,
চোখ করে উঠে ছলছল,
আমি ম্রিয়মাণ হই আসমুদ্র হিমাচল,
পুনর্জীবিত সময়ের হয় রোমন্থন,
সিঞ্চিত হয় বন্ধন,
বর্ধিত হয় আকিঞ্চন,
মনন উল্লাসে করে উন্মন্থন,
কৃতজ্ঞতার সাগরে এই দিবসে আমার নব-উদ্বোধন।।
Renewed Inaugeration
My heart is grateful for the memoir,
Lotus, growing from the edge of memory,
The life bud blossoms in reverie,
Ventricles of the heart vibrates in demure.
The words, oscilates my realisation with joy,
Uproar flows in delightful consciousness,
Salty sea waves dance in ploy,
The interior is exhilarating in boistrousness.
The moment is rejoicing with pleasantry,
Eyes glittering with tears,
I am dreaming in the ocean of cheers,
The period of revival is gaiety,
The bonding is freshly irrigated,
Conception agitates in elation,
Frugality is extended,
In the sea of gratitude, today is my renewed inaugeration.