রাজপুত্রদের হাতে নাচে ন্যায়ের দন্ড,
বারে বারে মার খায় মশা,
মশার কপালে বহে এক ঝাক দুর্দশা,
মার খেয়ে মশারা হয়ে যায় মন্ড।
রাজপুত্রদের কবলে মশাদের সভা হয় পন্ড,
মার খেতে খেতে সংখ্যায় বাড়ন্ত মশা,
জীর্ন শীর্ন মশাদের দলে জাগ্রত হয় গোসা,
ডেংগু, ম্যালেরিয়ারা সংসার করে লন্ড ভন্ড।
মার খেতে খেতে মশারা হয় অকাল কুষ্মান্ড,
চারিদিকে বহে ষড়যন্ত্রের কোষা,
একদিন মশাদের কবলে লংঘিত হয় রাজার খোশা,
নি:শব্দে নড়ে উঠে ব্রম্মান্ড।।