জীবনটা ক্ষনস্থায়ী লংকা,
চারিদিকে খেলা চলে লীলাবতী কংকা,
গঙ্গার বানে ভাসে মায়াময় শংকা;
তবুও ক্ষমতাটা হওয়া চাই চিরস্থায়ী দমকা,
সিঁদুরের অন্তরে আঁকা থাকে শক্তির ঝমকা।
অর্থ-বিত্ত-সম্মান, জেঁকে বসে রাবণের লংকা,
ন্যায়-অন্যায়, বিধি-বৈধতা নেই, করা চাই জনতার কল্যাণ, সুবচন কংকা,
জনতার নেই বিদ্যা, নেই বুদ্ধি এই আশংকা,
এই ফাঁকে নেতাদের সুনসান ঝমকা,
বুদ্ধিরা চারিদিকে করে শুধু আনচান, ক্ষমতাটা হয়ে যাক চিরস্থায়ী দমকা;
চেতনার রাজ্যে, বাজে মহা ডংকা।।
Perpetual Settlement
Life is fugitive, blusterous,
Game is being played all around, impetuous,
Enchanted fear floating in the Ganges, its' obvious,
Yet the power must be a perpetual gust, thunderous,
Inside the vermilion, there is a flash of energy surplus,
Power immortal, serious.
Money-wealth-respect, sitting in a furious cyclonic eye,
There is no right or wrong in the dye, No rule of law in the neigh,
We want to do the welfare of the people in the sigh,
Good words always fly,
People are ignorant, stupid pie, In this gap, the leaders lie.
Intellects are just scurrying around the tie,
Let the power become a perpetual glow in the sky,
In the realm of consciousness, a great drum in everlasting ply.